![]() |
ইনসেটে গোলাপগঞ্জের বানিগাজী গ্রামের একবার হোসেন |
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় গোলাপগঞ্জের এক যুবক-সহ দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহতরা হলেন, গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের বানিগাজী গ্রামের বদর উদ্দিনের পুত্র একবার হোসেন এবং বরিশালের মো. লালন মিয়া।
এ ঘটনায় সিলেটি আরোও ৩ জন গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
দেশটির স্যান এন্টেনিও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার নর্থ ওয়েস্ট প্রদেশের সোয়াইজার রেনেকে এলাকার আমালিয়া রোডে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, মৌলভীবাজারের মুহাম্মদ সৌরভ, সিলেট শহরের নাজিম হুসেইন ও বিশ্বনাথ উপজেলার মুহাম্মদ রহমত আলী।
বর্তমানে তারা স্থানীয় ক্লার্সডর্প হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, একটি পাইকারি বাজার থেকে মালামাল কিনে দোকানে ফিরছিলেন ওই পাঁচ বাংলাদেশি। পথে সোয়াইজার রেনেকে এলাকায় উল্টে যায় তাদের গাড়ি।
আহত পাঁচ বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি করা হলে পরদিন রাতে (বৃহস্পতিবার) একবার হোসেন ও লালন মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান।